ছাতক প্রতিনিধি:
ঘোষ এবং দুর্নীতিকে বিদায় জানিয়ে রাষ্ট্র এবং সমাজের কল্যাণে কাজ করার আহ্বান। দুর্নীতি দমন কমিশন সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেছেন, যুব সমাজকে পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। প্রকৃত ক্রিড়াবিদরা ভালো কাজের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে। রোববার বিকেলে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব আরো বলেন, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষনা করেছে। দুর্নীতিবাজরা কখনো ক্ষমার আওতায় আসবে না। ঘুষ-দুর্নীতিকে শেষ বিদায় জানিয়ে রাষ্ট্রের কল্যাণে কাজ করার জন্য সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আহবান জানান
তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপ পরিচালক নূর-ই আলম, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক কামাল উদ্দিন, মোস্তাক আহমদ, নাছির উদ্দিন, শিক্ষক কবির আহমদ, তমাল পোদ্দার প্রমুখ। এর আগে সকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর উদ্বোধন ও বিদ্যালয়
আঙ্গিনায় একটি বৃক্ষ রোপন শেষে বিদ্যালয় পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন সচিব মুহাম্মদ দিলোয়ার বখত। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী ইসহাক আলীর সভাপতিত্বে ও শিক্ষক সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপ পরিচালক নূর-ই আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, শিক্ষানুরাগী হাজী আফাজ উদ্দিন। বক্তব্য রাখেন, সাবেক ইউপি
চেয়ারম্যান এড. সুফী আলম সুহেল, সুনু মিয়া মেম্বার, বাবুল মিয়া মেম্বার, শিক্ষানুরাগী হাজী সামছুর রহমান সাদিক, হাজী রশিদ আহমদ মাসুক, হাজী নাজিম উদ্দিন, সামছুজ্জামান রাজা, মুরাদ হোসেন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন ও গীতা পাঠ করেন শিক্ষক মৃনাল তালুকদার।এসময় দুর্নীতি দমন কমিশনের সচিব আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ, হাসিনার ঘোষণা ঘুষ দুর্নীতি আর চলবে না সামনে রেখে নতুন বছরকে স্বাগত জানিয়ে সবাইকে সমাজ এবং জাতির, কল্যানে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।