নিউজ ডেস্ক;
কক্সবাজার টেকনাফে ইয়াবা বিরোধী ও মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে রোহিঙ্গাদের গুলিতে দুই র্যাবের সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।কক্সবাজারের টেকনাফে ইয়াবাবিরোধী অভিযানে রোহিঙ্গাদের গুলিতে দুই র্যাব সদস্য আহত হয়েছেন বলে র্যাব জানিয়েছেন।র্যাব ১৫-এর হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ এএসপি মো. শাহ আলম বলেন, সোমবার বিকালে ৫টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মুচনি রোহিঙ্গা শরণার্থী শিবিরের থেকে তাদের ওপর এই হামলা হয়েছে বলে জানান।তাদের রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানা গেছে।শাহ আলম বলেন, “ইয়াবা মজুদের খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় কিছু রোহিঙ্গা অতর্কিত র্যাবের সদস্যদের দিকে গুলি ছুড়তে
থাকে। র্যাব সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। গুলি ছুড়তে ছুড়তে ওই রোহিঙ্গারা পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়।“এতে র্যাব সদস্য মোহাম্মদ ইমরান ও শাহাব উদ্দিন নামে ২ র্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের টেকনাফের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে তাদের রামু সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।”রোহিঙ্গারা অতর্কিত হামলা চালিয়ে পাহাড়ের গভীর জঙ্গলে ঢুকে পড়ে তবে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন এএসপি শাহ আলম।এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে র্যাব অভিযান চালাচ্ছে বলে জানান এএসপি শাহ আলম।