ছাতক প্রতিনিধি:
ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের প্রবীন মুরবিź ও সমাজসেবী তারিক আহমদ তাঁরা মিয়া (৭৫) লাশ দাফন সম্পনś হয়েছে। সোমবার বেলা ২টায় গ্রাম সংলগś পশ্চিমের মাঠে জানাযা নামায শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাযে ইমামতি করেন মরহুমের পুত্র কামরান আহম ও শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়জুর রহমান। জানাযার নামাযে উপস্থিত ছিলেন, ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, শাহ সূফি মুম্মিল আলী (রহ.) সূফিনগন
দাখিল মাদরাসার সুপার মুফতি মাওলানা আবদুস সালাম, প্রতাপপুর ছিদ্দেকে আকবর লফিফিয়া দাখিল মাদরাসার সুপার কাজি মাওলানা আবদুল মুকিত, নুরুল্লাপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জাহাঙ্গীর আলম, এডভোকেট আবদুল কাহ্হার, মুরবিź আমির উদ্দিন, মাস্টার আবদুল লতিফ, রফিক আহমদ, সাংবাদিক কাজি রেজাউল করিম রেজা, আবদুল জবźর, সমুজ আলী, সাবেক মেম্বার এনাম, কাজি সাইফুল ইসলাম, ফারুক সরকুম, মখদ্দুছ আলী, শাহজাহান চৌধুরি আবদুল্লাহ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আবদুল হাফিজ, মাওলানা
শাহেদ আহমদ, মাওলানা ফখর উদ্দিন, মাওলানা শরিফ আহমদ, মাওলানা আনোয়ার হোসাইন, সুরুজ আলী, শফিকুল ইসলাম, ইব্রাহিম আলী রাসেল, হাফেজ আশিক উদ্দিন, ফরিদ মিয়া, সিরাজ মিয়া, আশিক মিয়া, ফজর আলী, মৌর আলী, ডাক্তার আবদুস সালাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফয়েজ আহমদ, জাহাঙ্গীর আলম, নবেল আহমদ প্রমূখ। সকাল সাড়ে ১১টায় মরহুমের প্রথম জানাযার নামায সিলেট শহরের শামীমাবাদ এলাকায় অনুষ্ঠিত হয়। তিনি রোববার রাত সাড়ে ১১টায় সিলেটস্থ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ৬পুত্র ও ৩কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।