১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ ঐহিত্যবাহী ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ে অদ্য ১ জানুয়ারি ২০২০ইং সকাল ১০টায় বিনামূল্যে বই বিতরণ উৎসব বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন আগামী সোনার বাংলা গঠন করতে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদেরকে পড়ালেখায় মনোযোগী হতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসীনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আমিনুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর
আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মাসুদ রেজা, বিদ্যালয় পরিচালনা পরিষদের অর্থ উপ-কমিটির আহ্বায়ক মোঃ নুরুল মোস্তফা, পরিচালনা পরিষদের সদস্য আব্দুল হক, এয়াকুব আলী, সহকারী প্রধান শিক্ষক বাবু প্রদীপ কানুনগো, কেজি শাখার রেক্টর শিরিন বারী, শিক্ষক প্রতীক ধর, রীনা চক্রবর্তী, সুফিয়া খাতুন, আশরাফ উদ্দিন, রোকেয়া বেগম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শরিফুল ইসলাম, সাহেদা মমতাজ, নিশাত জাহান নীলা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত গেয়ে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন।