
গেল কয়েক দিন ধরে ধুমধাম করে চট্টগ্রাম-৮ আসন উপ নির্বাচনের প্রচার-প্রচারণা করেছিলেন বিভিন্ন দল থেকে নমিনেশন পাওয়া প্রার্থীরা’ এর মধ্যে উল্লেখযোগ্য দল হচ্ছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা মার্কায় জনাব মোসলেম উদ্দিন আহমেদ” তিনি বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী ধানের শীষের জনাব জনাব আলহাজ্ব মোঃ আবু সুফিয়ান তিনিও বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ ১৩ জানুয়ারি আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে ভোটগ্রহণ শুরু হবার এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়ে গেছে বিভিন্ন কেন্দ্র নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ১৭০টি কেন্দ্রের মধ্যে পুলিশ ৫৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে নগরীতে ১০১টি কেন্দ্র আর বোয়ালখালী উপজেলায় ৬৯টি কেন্দ্র রয়েছে।নগরীতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৩২টি আর বোয়ালখালীতে রয়েছে ২৬টি। প্রত্যেক কেন্দ্রে একজন এসআইয়ের নেতৃত্বে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১৯ জন ও সাধারণ কেন্দ্রগুলোতে থাকবে ১৮ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এছাড়া নির্বাচনে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসার সদস্যের সমন্বয়ে ১৪টি মোবাইল ফোর্স, ৬টি স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ৬ প্ল্যাটুন এবং ৫
প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া ২ জন জুডিশিয়াল ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন হয়েছে। এর মধ্যে শহর অংশে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আর সমসংখ্যক ম্যাজিস্ট্রেট বোয়ালখালীতেও থাকবে আগামীকাল নির্বাচনের সময়।ইসি সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। এর মধ্যে বোয়ালখালীর এক পৌরসভা ও ৮ টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ১৩১ জন। অন্যদিকে নগরীর ৫ টি ওয়ার্ডে ভোটার সংখ্যা হচ্ছে ৩ লাখ ১১ হাজার ৮৬৫ জন।চট্টগ্রামের-৮ আসন উপনির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮ টা থেকে শুরু করে একটানা বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে”এতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।