লালদীঘি মাঠে ওএসির আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের দ্বিতীয় দিনে আল্লামা আবুল হক্কানি কুরআন-সুন্নাহর নির্দেশনা মেনে চললে মুসলমানরা আবারও নেতৃত্বের আসনে উঠে আসবে
আহলে সুন্নাত সম্মেলন সংস্থা ওএসি বাংলাদেশ এর আয়োজনে নগরীর লালদীঘি মাঠে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) দ্বিতীয় দিনে ভারত থেকে আসা আন্তর্জাতিক বক্তা আল্লামা মুহাম্মদ হোসাইন সিদ্দিকী আবুল হক্কানি বলেছেন, শত সহ¯্র বছর ধরে পৃথিবীতে মুসলমানরাই নেতৃত্ব দিয়েছে। যতোদিন তারা অপশক্তির তাঁবেদারি ছেড়ে কুরআন-সুন্নাহর নির্দেশনা মেনে সামগ্রিক জীবন পরিচালিত করেছে ততোদিন পর্যন্ত তারা ছিল নেতৃত্বের মর্যাদাপূর্ণ আসনে।
আজ সেই গৌরব ও ঐতিহ্য ধরে রাখতে না পারায় দেশে দেশে মার খাচ্ছে মুসলমানরা। তারা নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে দেশে দেশে। এই অবস্থার উত্তরণে শয়তানি অপশক্তির পদলেহন ছাড়তে হবে। মোড়ল আধিপত্যবাদী দেশগুলোর লেজুড়বৃত্তি ছেড়ে কুরআন সুন্নাহকে ধারণ করে আবারও মুসলমানদেরকে নেতৃত্বের আসনে উঠে আসতে হবে। কুরআন সুন্নাহর নির্দেশনা মেনে চললে মুসলমানরা হারানো গৌরব ফিরে পেতে পারে বলে আল্লামা আবুল হক্কানি বক্তব্যে উল্লেখ করেন। ওএসি সভাপতি আল্লামা হাফেজ সোলাইমান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্নি সম্মেলনের দ্বিতীয় দিনে বিদেশি আলোচক ছিলেন আল্লামা হাফেজ এহসান ইকবাল কাদেরী (শ্রীলংকা)।
তিনি বলেন, সুন্নি মুসলমানরাই পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ হলেও অসংগঠিত ও নেতৃত্বের ক্ষেত্রে পিছিয়ে থাকায় তারা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারছে না। মুসলিম বিশ্বে চলমান হানাহানি ও সংঘাত থামাতে হলে দেশগুলোর শাসক ও নেতৃত্বকে ক্ষমতার উদগ্র বাসনার বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। ভোগের রাজনীতি ছেড়ে নবী-ওলী-মনীষীদের ত্যাগের পথে ফিরে আসতে হবে। সংগঠক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের স ালনায় অনুষ্ঠিত সুন্নি সম্মেলনে অতিথি ও আলোচক ছিলেন সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন, আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন,
জয়েন্ট সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম.এ মান্নান, ওএসি সাধারণ সম্পাদক আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ফকিহ আল্লামা মুফতি কাযী আব্দুল ওয়াজেদ, জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, অধ্যক্ষ আল্লামা ড. মাহবুবুর রহমান, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, ড. এরশাদ আহমদ আল বুখারী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হারুনুর রশিদ, গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, পীরে তরিক্বত আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ,
আল্লামা রফিকুল ইসলাম পাটোয়ারী, উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়্যব আলী, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, উপাধ্যক্ষ আল্লামা আবদুল আজিজ আনোয়ারী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ইসমাইল নোমানী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, আল্লামা মুহাম্মদ হাসান আযহারী, অধ্যক্ষ আল্লামা সৈয়দ খুরশিদ আলম, উপাধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল আমিন, আল্লামা সৈয়দ ইউনুছ রিজভী, ড. মুহাম্মদ আনোয়ার হোসেন,
আল্লামা ছাবের আহমদ আলকাদেরী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা জামেউল আখতার আশরাফী, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মাওলানা আবদুন নবী আলকাদেরী, মাওলানা সোহেল উদ্দিন আনছারী, মাওলানা ছাবের আহমদ আলকাদেরী, মাওলানা ফেরদৌস আলম খান আলকাদেরী, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা মঈন উদ্দিন রিজভী, মাওলানা ইকবাল হোসেন আলকাদেরী, সাংবাদিক আ ব ম খোরশিদ আলম খান, মাওলানা মোখতার আহমদ রিজভী, মাওলানা আহমদুল্লাহ ফোরকান খান কাদেরী,
মাওলানা হাসান মুরাদ কাদেরী, মাওলানা মুহাম্মদ ইউনুচ তৈয়্যবী, মাওলানা আবুল হাসান ওমাইর রিজভী, মাওলানা আবু ছাদেক রিজভী, মাওলানা আবু নওশাদ নঈমী, মাওলানা সেকান্দর হোসাইন আলকাদেরী, মাওলানা নুরুল্লাহ রায়হান খান প্রমুখ। আজ শনিবার সুন্নি সম্মেলনের ৩য় দিবস সমাপনী দিবসে প্রধান অতিথি থাকবেন শিক্ষাউপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিদেশি আলোচক থাকবেন আল্লামা মুহাম্মদ হোসাইন সিদ্দিকী আবুল হক্কানী (ভারত) এবং শ্রীলংকার আল্লামা হাফেজ এহসান ইকবাল কাদেরী।