হাবিলাসদ্বীপ রামকৃষ্ণ সেবাশ্রম বাণী অর্চনা পরিষদ ২০২০ ইং এর উদ্যোগে গতকাল ৩০ জানুয়ারি বৃহস্পতিবার আশ্রম অঙ্গনে বিদ্যার দেবী মা সরস্বতী পূজা ও মায়ের চরণে বিদ্যার্থীদের অঞ্জলী প্রদান অন্তে মায়ের পূজা উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণসহ অভিনন্দন জ্ঞাপন, মহতী ধর্মীয় আলোচনা সভা ও ধর্মীয় সংগীতানুষ্ঠান সহ তিন পর্বের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ম পর্বে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা এবং ২য় পর্বে “ভেঙে যাবে আঁধারের বাঁধ, যদি করো জ্ঞানের আবাদ” শীর্ষক আলোচনা সভা হাবিলাসদ্বীপ রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক তিলকেশ্বর বিশ্বাসের সভাপতিত্বে দেবাশীষ চৌধুরী ও হিমেল চৌধুরীর সঞালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ স্লোগানে এগিয়ে চলা অগ্রসৈনিক নান্দনিক জামালখান ওয়ার্ডের রূপকার কাউন্সিলর শৈবাল দাশ সুমন। প্রধান বক্তা ছিলেন চাকসু পরিচালক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক অরূপ কান্তি বড়–য়া। বিশেষ অতিথি ছিলেন চট্টল মহাশক্তির সহ সভাপতি প্রবাল সেন। অতিথি হিসেবে ছিলেন মহানগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম সুমন, মানস দেব, হাবিলাসদ্বীপ ৫নং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মৃদুল কান্তি নন্দী, হাবিলাসদ্বীপ গৌর গোবিন্দ আশ্রমের সভাপতি দেবাশীষ দত্ত প্রণব, হাবিলাসদ্বীপ গৌর গোবিন্দ আশ্রমের সাধারণ সম্পাদক রূপন কান্তি দাশগুপ্ত, হাবিলাসদ্বীপ জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ত্রিদিব দত্ত শিমুল, আশালতা কলেজের শিক্ষক অধ্যাপক মিল্টন কান্তি চৌধুরী,
হাবিলাসদ্বীপ উচ্চ বালক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সেলিম। আরো বক্তব্য রাখেন হাবিলাসদ্বীপ বাণী অর্চনা পরিষদের সভাপতি পলাশ মহাজন, সাধারণ সম্পাদক হিমেল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বাণী অর্চনা পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন এবং ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। প্রধান অতিথি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানের সর্বশেষ পর্বে সাজু শীল ও সুজন দে এর পরিচালনায় সংগীতশিল্পী আল ইমরান রকি ও নিশীতা চক্রবর্ত্তীর পরিবেশনায় ধর্মীয় সংগীত পরিবেশিত হয়।