কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা দারুস্-সুন্নাহ্ মডেল মাদ্রাসা (১২ দিন ব্যাপী মাহফিলে ঈদে মিলাদুন্নবী দ. পরিচালনা পরিষদ কর্তৃক পরিচালিত)’য় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এ ১ম বারের মত শতভাগ সাফল্য অর্জন করায় শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অদ্য ১ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০ টায় মাদ্রাসা অডিটরিয়ামে মাওলানা ওমর ফারুক জব্বারীর সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ সরওয়ার আলম’র স ালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন আবু তাহের সওদাগর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির প্রশাসনিক পরিচালক আলাউদ্দিন আহমেদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ড. মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোঃ নুর উদ্দিন। আলোচনায় আরও অংশ নেন ম্যানেজিং কমিটির সদস্য জাফর আহমদ, দিদারুল আলম খান, গোলাম আজম সবুজ, হাছি মিয়া আক্তারী, আব্দুল মালেক, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অত্র প্রতিষ্ঠান প্রথম বারের মত ইবতেদায়ী পরীক্ষায় ৫ জন এ+ সহ শতভাগ সাফল্য অর্জন করে শিক্ষাক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, এধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আন্তরিকতাপূর্ণ সমন্বয় বজায় রাখতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের শিক্ষা জীবনে প্রথম অধ্যায়ের যে সাফল্য অর্জন করেছ তা বৃহত্তর শিক্ষাজীবনে আরও সাফল্য বয়ে আসবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। তিনি শিক্ষার্থীদের ভাল ফলাফলের পাশাপশি নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হওয়ার আহ্বান জানান। পরে সাফল্য অর্জনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্মারক, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। সভাপতির সমাপনী বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।