চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ ২০১৯-২০২০ এর উদ্যোগে অদ্য ১ ফেব্রুয়ারি হাটহাজারী নন্দীরহাটস্থ নেহালপুর শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রমে অনাথালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সম্মানিত সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক এডভোকেট লিটন কান্তি গুহ, ঢাকা রমনা কালি বাড়ির সম্মানিত উপদেষ্টা মিলন শর্মা।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী এড. বিক্রম মিত্র, সাংগঠনিক সম্পাদক এড. অভিজিত ঘোষ, এড. নিহার রঞ্জন নাথ, এড. মান্না দে, এড. উত্তম কুমার দে, এড. বিপ্লব আচার্য্য, এড. সৌমিত্র ভট্টাচার্য প্রমুখ। উক্ত খাদ্য সামগ্রী পরিষদের নেতৃবৃন্দ আশ্রমের মহারাজ অধ্যক্ষ শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজের উপস্থিতিতে আশ্রমের ২ শতাধিক অনাথ শিশুদের মাঝে বিতরণ করা হয়।