
ছাতক প্রতিনিধি
ছাতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-৯ সুনামগঞ্জ উপ-শাখার যৌথ অভিযানে ৮শ’৬০পিস ইয়াবা টেবলেটসহ আল আমিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়। সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের কুটপাড়া (দালানবাড়ি) গ্রামের আয়েশ আলী পুত্র। সোমবার দুপুরে আটক আল আমিনকে মাদকের মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
রোববার বিকেলে কালারুকা ইউনিয়নের লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন রাস্তা থেকে পলিথিনে প্যাকেট ভর্তি ৮শ’৬০পিচ ইয়াবাসহ আল আমিনকে আটক করে যৌথ বাহিনী। তাকে ওইদিন রাত ৯টায় ছাতক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে রোববার রাতে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মো. ইদ্রিছ আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।