মাহমুদুল হাসান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল হাটের প্রাণকেন্দ্রে প্রস্তাবিত আ লিক ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের লক্ষে ৩৩ শতাংশ (প্রায় অর্ধ কোটি) ৪৯ লাখ টাকার জমি দান করলেন বিশিষ্ট শিল্পপতি ও টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সভাপতি ফকির মাহবুব আনাম স্বপন ও তার স্ত্রী ডাঃ রেশমা আনাম রোজী। তবে সরকারিভাবে এই জমির মূল্যে ধরা হয়েছে ১০ লাখ টাকা।
সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই জমি দাতা সদস্য হিসেবে দলিল হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আব্দুল হালিম এডভোকেট, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরবিার পরিকল্পনা ডা. মহী উদ্দিন, শিল্পপতি মোশারফ হোসেন, ফজলুল হক ফকির, নুরুল ফকির, আতোয়ার রহমান, আজিজুল হক, দৈনিক সকালের সময় ও বিডি২৪লাইভ ডটকম এর প্রতিনিধি ফরমান শেখ, মাহমদুল হাসান শরীফ প্রমুখ।
শিল্পপতি ও টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সভাপতি মাহবুব আনাম স্বপন ফকির বলেন, নিজের গ্রামের মানুষদের জন্য কিছু করতে পারা গর্বের বিষয়। এলাকায় অনেক গরীব-অসহায় মানুষ আছেন যারা চাইলেই চিকিৎসার জন্য দূরে যেতে পারে না। তাই তাদের চিকিৎসা সেবা কাছে পৌঁছাতে নিকরাইলে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের জন্য জমি দিয়ে সহযোগিতা করেছি। এছাড়াও আমারও স্বপ্ন ছিল নিজ এলাকায় হাসপাতাল গড়ে তোলার। স্বপ্নগুলো পূরণ হতে যাচ্ছে। এজন্য সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।