সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে চলো চট্টগ্রাম টিমের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে চট্টগ্রামে ডিসি হিলে গতকাল ৫ ফেব্রুয়ারি সকালে মাক্স বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থ বিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন সংগঠন উপদেষ্টা মোঃ জোবায়ের, সংগঠনের সদস্য আসাদুজ্জামান রিপন, জাহিদ হাসান, ইকবাল মুন্না, আসিফুর রহমান, আসিফ ইকবাল, মোঃ আরিফুল ইসলাম,
জয়নাল আবেদীন, মোঃ এনামুল হক, বন বিহারী চক্রবর্তী প্রমূখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ করে দুলো বালি থেকে মুক্ত থাকতে মাস্ক অত্যন্ত জরুরী। তিনি বলেন বর্তমানে চীনে যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শত শত মানুষ মারা যাচ্ছে তা থেকেও আমাদের পুর্ণ সচেতনত হতে হবে।। এ সময় তিনি এগিয়ে চলো সংগঠন মাস্ক বিতরণকে একটি সময়োপযোগী জনসচেতনামুলক কাজ বলে অভিহিত করেন। তিনি সকল শ্রেণী মানুষকে মাস্ক পরিধানেরও অনুরোধ করেন।