জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফটিকছড়ি উপজেলার ৫ শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ নেতা সমাজসেবক সাদাত আনোয়ার সাদী। ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে উপজেলা শফিকুন নুর মওলা বীর প্রতীক হল রুমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মুস্তাকিম চৌধুরী টিটুর সভাপতিত্ত্বে ও শিক্ষক নেতা নাছির উদ্দীনের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ জানে আলম, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা খায়রুল বশর, মুক্তিযোদ্ধা শামশুল আলম,
মাহবুবুল আলম চৌধুরী,সরোয়ার কামাল চৌধুরী, গৌরী শংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান এডভোকেট খোরশেদুল আলম টিপু, মুজিবুল হক, ফয়সাল চৌধুরী জনি, আশরাফ ইনু, মিশু সিকদার, আবুবকর ইবনু ও ছাত্রনেতা হাসানুল করিম রাসেল। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাদাত আনোয়ার সাদী বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের জন্য তাঁদের ত্যাগ ও অবদান এদেশের মানুষ যুগের পর যুগ ধরে শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমরা আমৃত্যু মুক্তিযোদ্ধাদের সুখে-দুঃখে পাশে থাকবো।’ এ সময় সাবেক উপজেলা কমান্ডার, ইউনিয়ন কমান্ডারসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।