নুরুল ইসলাম শিক্ষা সমন্বয় (নুশিস) কর্তৃক আয়োজিত বিজ্ঞান ও বইমেলার সমাপনী দিনের অনুষ্ঠান নুশিস সম্পাদক ও হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাং দবির উদ্দিন খাঁনের সভাপতিত্বে শুরু হয়। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি। বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক জনাব প্রফেসর জাহেদুল হক, দৈনিক ইত্তেফাক এর ব্যুরো চীফ ও চট্টগ্রামের প্রেস ক্লাবের সহ-সভাপতি সালাহ উদ্দীন মো: রেজা। মে আরো উপস্থিত ছিলেন কৃষ্ণ শেখর দত্ত, প্রধান শিক্ষক, সানোয়ারা উচ্চ বিদ্যালয়, উপাধ্যক্ষ কুতুব উদ্দিন, হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ, অধ্যক্ষ ফাতেমা ইয়াছমিন,
চিটাগাং কিন্ডারগার্টেন, নুশিস সমন্বয়কারী ও হাজেরা-তজু স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত। স্বাগত বক্তব্য রাখেন হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জনাব এ.কে. এম. ইসমাইল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মর্যাদাবান জাতি উপহার দেয়াই আমার লক্ষ্য ও প্রচেষ্টা”। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “মা-বাবার সাথে পৃথিবীর কোন কিছুর তুলনা হয় না”। চট্টগ্রামের আ লিক ভাষায় চরিত্র গঠনমূলক ও বাস্তব সম্মত বিভিন্ন উদাহরণের মাধ্যমে ভাষার ফুলঝুড়ি ব্যক্ত করেন।” বিশেষ অতিথি প্রফেসর জাহেদুল হক বলেন, “কিংবদন্তী তোমরা দেখেছো? দেখো, জীবন্ত কিংবদন্তী মে উপবিষ্ট নুরুল ইসলাম বি.এসসি। উনি আরো বলেন, “সোনার বাংলা ও সোনার মানুষ গড়ার অন্যতম কান্ডারী আজকের দিনের প্রধান অতিথি।
” অতিথিদের বক্তব্য শেষে বেলা ১২:০০ টায় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। বিতর্কের বিষয়বস্তু ছিল “সামাজিক যোগাযোগ মাধ্যম বিভ্রান্তি সৃষ্টির অন্যতম কারণ।” উক্ত বিতর্ক অনুষ্ঠানের পক্ষে ও বিপক্ষে ছিলেন নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয় ও সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়। উক্ত বিতর্ক অনুষ্ঠানে বিজয়ী হয় সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়। বিতর্ক অনুষ্ঠান শেষে ২ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে চিটাগাং কিন্ডারগার্টেন ও নুশিস শিল্পকলা একাডেমি এবং নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে বিজ্ঞান মেলার পুরুস্কার ও সনদ পত্র বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাজেরা-তজু ডিগ্রী কলেজের অধ্যাপক মো: আবু বকর ছিদ্দিকী ও সাইয়েদা জয়নাব।
এতে ক, খ ও গ গ্রুপে বিজয়ী হয়: “ক” গ্রুপ ১ম স্থান দখল করে সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়। প্রজেক্ট : ঝধভব জধরষধিু. ২য় হয় সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ। প্রজেক্ট : পেরিস্কোপ। ৩য় হয় চিটাগাং কিন্ডারগার্টেন। প্রজেক্ট : ডিজিটাল বাংলাদেশ। “খ” গ্রুপ এ ১ম স্থান দখল করে হাজেরা-তজু স্কুল এন্ড কলেজ। প্রজেক্ট : স্থান দখল করেন নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়। প্রজেক্ট : ঘবড়ঃৎরপ চধঃযধিু. ৩য় হয় হাজেরা-তজু স্কুল এন্ড কলেজ। প্রজেক্ট : চৎবাবহঃ, জবপুপষব ধহফ জবঁংব (চজজ). “গ” গ্রুপে ১ম স্থান দখল করে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। প্রজেক্ট :