শুক্রবার বায়েজিদ থানাধীন রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকায় চাইল্ড’স স্মাইল ফাউন্ডেশন বাংলাদেশ কতৃক আয়োজিত মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন। মেয়র বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদকসন্ত্রাস ও অন্যায় অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সমাজের প্রতিটি পরিবারের উচিৎ তাদের সন্তানদের মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহ জোগানো। তিনি আরও বলেন, খেলাধুলা মানুষকে সুন্দর ও সুশৃঙ্খল হতে শেখায়। প্রতিযোগী ও পরিশ্রমী হতে শেখায়। এতে মন ভালো থাকে।
বক্তব্যে তিনি আয়োজক কমিটির প্রশংসা করেন এবং সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানান। খেলায় অংশ নেয়া রৌফাবাদ রিয়েল রাইডার্স চ্যাম্পিয়ান ও ব্লাক এন্ড হোয়াইট রানার্স আপ হয়। চ্যাম্পিয়ান দল ট্রফি ও নগদ ২০ হাজার টাকা এবং রানার্স আপ দল ট্রফি ও নগদ ১০ হাজার টাকা পুরষ্কার প্র্যাইজবন্ড জিতে। অতিথিরা তাদের হাতে পুরষ্কার তুলে দেন। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাইল্ড’স স্মাইল ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক মাহাবুব রহমান দুর্জয়।
অনুষ্ঠান সঞালনা করেন ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা আমির হোসেন আমু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র (১) চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মান্নান ফেরদৌস, সংযুক্ত আরব আমিরাত যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, চট্টগ্রাম জেলা ট্রাক কভার্ডভ্যান ও মিনি ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ তালুকদার, নগর সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রশিদ লোকমান, নগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুব মহিলা লীগ সভাপতি সোনিয়া আজাদ, নগর ছাত্রলীগের সদস্য শাহাদাতুল ইসলাম বাপ্পি, যুবলীগ নেতা আব্দুল আজিজ, জিসান, তুহিন প্রমুখ।