
কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাইয়ে রাইখালীর অটোরিক্সা (সি,এন,জি) মলিক সমবায় সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শতাধিক চালক ও মালিক পক্ষ কে নিয়ে আগামী ২’ বছরের জন্য নতুন নিবন্ধিত এর সমিতি ব্যাবস্থাপনায় কমিটিতে থোয়াসাপ্রু (রুবেল)কে সভাপতি ও মোঃ জাফরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রাঙ্গামাটির জেলা সমবায় সমিতি কর্মকর্তা ইউসুফ হাসান চৌধুরীর স্বাক্ষরিত স্মারক নাম্বার ১৩৯৩/৩ এর মাধ্যমে ব্যবস্থাপনা কমিটিতে রয়েছেন,সৈয়দ আলম(সহসভাপতি) খোরশেদ আলম( সহসম্পাদক) মোঃ ফরিদ আলম ( অর্থসম্পাদক) মোঃ মোমিন ( সাংগঠনিক সম্পাদক) হ্লাসিংমং মারমা(প্রচার সম্পাদক) মোঃ নাজিম (সদস্য)মোঃআব্দুল্লাহ( সদস্য)মোঃ মাহাবুব আলম(সদস্য) মোঃ ফারুক (সদস্য)মোঃআব্দুল গফুর(সদস্য) সমবায় সমিতির আইন ২০০১ সংশোধিত ২০১৩ এর ১৮(২) ধারায় গত ৫’ ডিসেম্বর রাঙ্গামাটি ১৯৯’ নাম্বারে নিবন্ধন প্রধান করা হয় রাইখালী অটোরিক্সা ( সি,এন,জি)মলিক সমবায় সমিতিকে।যার নির্বাচনী এলাকায় কর্ম এলাকায় পার্বত্য রাঙ্গামাটি জেলা সমগ্র কাপ্তাই উপজেলা মধ্যে সীমাবদ্ধ থাকবে।চালক ও মালিক পক্ষ্যের অধিকার আদায়ের নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার প্রতিশ্রুতি জানিয়ে রাইখালী অটোরিক্সা (সি,এন,জি)মলিক সমবায় সমিতি।
নবনির্বাচিত সভাপতি থোয়াসাপ্রু মারমা( রুবেল) বলেন,চালক সমাজ আর এখানকার বহিরাগত কিছু অর্থ আত্মসাৎকারী মাদকাগ্রস্থের ক্ষমতা দাপটের রোশানলের নানা হয়রানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।তাদের অধিকার আদায়ের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।এর ক্ষেত্রে প্রশাসন এবং সর্বমহলে সহযোগিতা কামনা করেন তিনি।