অবশেষে আদালতের নির্দেশ মেনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসিকে এক হাজার কোটি টাকার চেক হস্তান্তর করলো গ্রামীণফোন। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিটিআরসি কার্যালয়ে গিয়ে গ্রামীণফোনের (জিপি) কর্মকর্তারা এ চেক হস্তান্তর করেন।
এ সময় বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে টাকা পরিশোধ করায় গ্রামীণফোনকে ধন্যবাদ জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক।তিনি বলেন, গ্রামীণফোন মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে প্রোপার আন্ডারস্ট্যান্ডিং এ এসেছে।
এর আগে দুপুরে আদালতের নির্দেশ মেনে এক হাজার কোটি টাকা পরিশোধ করতে বিটিআরসি কার্যালয়ে যান গ্রামীণফোনের (জিপি) কর্মকর্তারা গত বৃহস্পতিবার গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে সোমবারের মধ্যে বিটিআরসিকে এক হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন আপিল বিভাগ।
গেল বছরের ২৪ নভেম্বর নিরীক্ষা দাবির সাড়ে বারো হাজার কোটি টাকার মধ্যে বিটিআরসিকে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ দেন উচ্চ আদালত। যার মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধ করলো তারা। বাকি এক হাজার কোটির টাকার বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানাতে পারেন আদালতের।