আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ডা. শাহাদাত হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভার পর মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি চেয়ারপাসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।