অজানা বাংলাদেশ নিজস্ব প্রতিবেদক>>
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার লক্ষ্যে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি।
বিএনপি গণতন্ত্রের শেষ মাধ্যম জনগনের ভোটের অধিকার রক্ষার জন্য আন্দোলন করছে। চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচন ও ঢাকা সিটি সহ দেশের স্থানীয় নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রের অবস্থা দেখে ভোটের প্রতি বিমূখ হয়ে গেছে।তিনি বলেন, আমার ভোট আমি দেব যাকে খুশি থাকে দেব এই অধিকার নিন্চিত করবে নির্বাচনে কমিশন।তিনি বলেন ইবিএমএর ব্যালট প্যানেলে সুরক্ষা দিতে হবে।সেখানে যাতে কোন ধরনের দলীয় ক্যাডার থাকতে নাপারে সে ব্যাবস্থা নিতে হবে কমিশনকে। সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশন একাকার হয়ে গেছে।স্থানিয় এবং জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে জনগন তাদের ভোটাধিকার আধায়ের জন্য রাজ পথে নামবে।
ডা: শাহাদাত বলেন, আমি মেয়র নির্বাচিত হলে চট্টগ্রাম নগরীকে জলাবদ্ধতামুক্ত, পরিচ্ছন্ন, হেলদী সিটি, গ্রীণসিটি ও পর্যটন নগরীতে পরিণত করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে বিশ্বের অন্যতম নগরীতে পরিণত করবো। বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করা হবে।তিনি আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দিয়ে অফিস থেকে নামার সময় সাংবাদিকদের এ কথা বলেন।তিনি বলেন,প্রতি ভোট কেন্দ্রে ভোটার এবং পোলিং অফিসারদের সু রক্ষার জন্য একজন সেনাবাহীনি নিয়োগ করার দাবী জানান।
দুপুরে নাসিমন ভবন দলীয় কার্যালয় থেকে নেতা কর্মীদের নিয়ে লাভলেইনস্থ নির্বাচন কমিশন অফিসে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।তিনি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন পত্র জমাদানকালে ডা.শাহাদাত হোসেনের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট এস এম বদরুল আনোয়ার, চট্টগ্রাম মহানগর বিএনপির
সহ-সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, জয়নাল আবেদীন জিয়া, ইকবাল চৌধুরী, জাহিদুল করিম কচি, সি: যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, উত্তর জেলা বিএনপির ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাজী বেলাল, ইসকান্দর মীর্জা, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, সামশুল হক, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু, কামরুল ইসলাম ,জসিম উদ্দীন চৌধুরী সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।