নারায়ণহাট বাজার ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠান এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ শওকত হোসেন সিকদারের সভাপতিত্বে গতকাল দিনব্যাপী নগরীর স্বাধীনতা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক ও বিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কবি অরুন দাশ গুপ্ত। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী রোমানা নাওয়ার ও নাসির উদ্দিনের পরিচালনায় এতে সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নৌ-কমান্ডো আবু মুছা চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু নির্মল কান্তি মহাজন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এড. প্রকাশ চন্দ্র সেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অধ্যাপক হারাধন মহাজন,
বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এড. শাহজাহান চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম, দাঁতমারা এবি.জে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আহমেদ সাবের, , বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দীলিপ কুমার নাথ, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বুলবুল কান্তি পাল, বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ডা. মনোরঞ্জন দে, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল খায়ের শিকদার, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সোহরাওয়ার্দী চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবুল নির্মল কান্তি দেব, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশীষ দেব, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শামশুল আলম, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রফিক উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন দত্ত,
বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্ণকমল বড়–য়া, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক খুরশিদ আলম, বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শওকত আকবর, বিজিএমইএ এর সাবেক সহ-সভাপতি ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ নাসির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, জয়নাল আবেদীন, এম জয়নাল, ড. ইউনুচ প্রমুখ। এছাড়া মরনোত্তর সম্মাননা ব্যক্তিবর্গ হলেন, দাঁতমারা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মরহুম কাজী সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় সুনিল রঞ্জন ভৌমিক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম জাহাঙ্গীর চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক মরহুম মাওলানা লোকমান হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম তাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় প্রদীপ ধর,
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক স্বর্গীয় দীলিপ ভৌমিক। এতে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণহাট বাজার ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মোঃ হাসান। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের বহুদিন পর যে মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে তা আমাকে সত্যিকার অর্থে বিমোহিত করেছে। আমার পেশাগত জীবনে এই বিদ্যালয়েই প্রধান শিক্ষকের মত গুরুদায়িত্ব পালন করেছিলাম।
আজ জীবনের শেষ পর্যায়ে এসে আমি নিজেকে স্বার্থক মনে করছি কেননা আমার হাজার হাজার শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন সরকারী বেসরকারি উচ্চ পর্যায়ে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করেছে। তন্মধ্যে আজকের অনুষ্ঠানেও বাংলাদেশ সরকারের সাবেক এবং বর্তমান অনেক যুগ্ম সচিব উপস্থিত আছেন। তিনি বলেন, শিকড়কে কখনো ভুলা যায় না শিকড়ের অস্তিত্বকে লালন এবং ধারণ করতে হয়। তিনি আগামী প্রজন্মকে দেশপ্রেমের মহান শিক্ষা নিয়ে নিজেকে সুপ্রতিষ্ঠার পাশাপাশি নিজ শিকড়ের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, শিক্ষক, ইউপি চেয়ারম্যান ও প্রাক্তন গুণী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।