চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরীর সমর্থনে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের এক মতবিনিময় ও প্রচারণা সভা গত ১৩ মার্চ সন্ধ্যা ৭টায় নগরীর কদম মোবারক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম
দক্ষিণজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাবেক মহিলা কাউন্সিলর হাসিনা জাফর, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সহ সভাপতি লায়ন এস.এম.মোরশেদ হোসেন, মরহুমের কনিষ্ঠপুত্র আওয়ামী লীগনেতা শরফুদ্দীন চৌধুরী রাজু, মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি মোঃ কামাল উদ্দীন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা এম.এ.বাশার, কবি মাদল বড়ুয়া, সজল দাশ, সোমা মুৎসুদ্দী, হানিফ চৌধুরী, প্রিংকী দত্ত প্রমুখ। সভায় বক্তারা বলেন, আগামী ২৯ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, রেজাউল করিম চৌধুরী একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করার মাধ্যমে চট্টগ্রামের চলমান উন্নয়ন আরও বেগবান হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের সাহিত্য সংস্কৃতিসহ সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকার যে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে তার ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীককে বিজয়ী করা আমাদের সকলের ঐকান্তিক দায়িত্ব। বক্তারা আগামী ২৯ শে মার্চ নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।