নিজস্ব প্রতিবেদক :::::::অজানা বাংলাদেশ
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৫ নম্বর মোহরা ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মহানগর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ কাজী নুরুল আমিনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ওসমান গনি সৌরভের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। উক্ত গণসংযোগ ও পথসভা শেষে অজানা বাংলাদেশ কে কাজি নুরুল আমিন বলেন, আমার এলাকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমি নির্বাচিত হলে জনগণের প্রতিটা অধিকার আদায় এবং প্রতিটা ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে আমি সর্বদা প্রস্তুত থাকবো।
উক্ত গণসংযোগ টি ব্রাম্মনশাহ পাড়া হয়ে সৈয়দ আলী টেন্ডলের বাড়ী, লাল মিয়া হাজি বাড়ী, শাহ আলম চৌধুরী বাড়ী হয়ে হাজি ছালামত আলী (আইজদের বাড়ী) হয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মোহাম্মদ ওসমান গনি সৌরভ, সালাউদ্দিন, দোলন, সুমন, আলী আকবর, হেলাল, অরূপ,জনি, হৃদয় সহ প্রমুখ।