
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের দুবাই ফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইন অমান্য করায় তাকে দশ হাজার টাকা জরিমানা করা করেছে উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ জুবায়ের আহম্মেদ এ জরিমানা করেন।
হোম কোয়ারেন্টাইন অমান্যকারী ব্যক্তি উপজেলার বরুমছড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের পুত্র মুহাম্মদ ইদ্রিস(৪০) উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ জুবাইর আহম্মেদ বলেন,প্রাথমিকভাবে করোনা ভাইরাস পরীক্ষার পর মুহাম্মদ ইদ্রিসসহ ৩জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় সে ব্যক্তিকে হাট-বাজারে আসা-যাওয়া ও সবার সাথে চলাফেরা করে নির্দেশনা অমান্য করায় তাকে আজ ১৮ মার্চ (বুধবার) সরেজমিনে তার বাসায় গিয়ে অর্থদন্ড জরিমানা করা হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইন ব্যবস্হা না থাকায় বিদেশ ফেরত ৩ জনকে হোম কোয়ারেন্টানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।