ছাতক প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক মাইকিং করেছে ছাতক থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় এএসপি সার্কেল (ছাতক-দোয়ারা) বিল্লাল আহমদ ও ছাতক থানার ওসি মোস্তফা কামালের নেতৃত্বে উপজেলা সদর, গোবিন্দগঞ্জ পয়েন্টসহ বিভিন্ন এলাকায় সচেতনামুলক মাইকিং করা হয়েছে। এই সময় জনসাধারণের উদ্দেশ্যে মুখে মাস্ক ব্যবহার করা, ময়লা হাত দিয়ে চোখ মুখ স্পর্শ না করা, বার বার হাত পরিষ্কার করাসহ কেউ যদি করোনা ঝুঁকির সন্দেহে থাকে তাহলে আতষ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নেয়ার দাবি করেন।
তাছাড়া করোনাভাইরাস রোধে সকল ধরণের জনসমাগম এড়িয়ে চলার জন্য সবিনয় অনুরোধ করা হয়। পাশা-পাশি বাজার মনিটরিং করা হয়। কোন ব্যবসায়ী যদি পণ্যের অতিরিক্ত মুল্য আদায় করলে ও থানা পুলিশে ভোক্তাদের অভিযোগ করতে বলা হয়। কেউ অতিরিক্ত মুল্য নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সতর্ক করা হয়। এ সময় এস আই হাবিবুর রহমান পিপিএমসহ অন্যন্য অফিসার্স ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।