ছাতক প্রতিনিধি:
বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ছাতকে উপজেলার বিভিন্ন মসজিদে শুক্রবার জুমার নামাজের পর দোয়া-মোনাজাত করা হয়। এই ভাইরাস যেন ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে সে কামনায় দোয়া করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এছাড়া জুমা নামাজের আগে ও পরে প্রতিটি মসজিদের করোনাপ্রতিরোধে সচেতনতা বাড়াতে নানা পরামর্শ দেয়া হয়। করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে মোনাজাত করার পাশাপাশি আক্রান্তদের সুস্থতার জন্য গত শুক্রবার ছাতকে উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাও পশ্চিমপাড়া, ও শেওলাপাড়া কেন্দ্রীয় মসজিদে কোরআনে খতম ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
তারা জুম্মার নামাজের পর হাজারো মুসল্লিরা পৃথিবীতে আবির্ভাব হওয়া এই মহামারি থেকে মানুষকে রক্ষা করতে মহান আল্লাহর দরবারে দু’হাত তুলে মোনাজাত করেছেন। মসজিদে মসজিদে খুৎবায় ইমামরা করোনা ভাইরাস সহ মহামারিতে জীবন রক্ষায় মানুষের করণীয় সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা তুলে ধরা হয়। একই সঙ্গে খুৎবায় আপাতত গণজমায়েত এড়িয়ে চলে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়। পবিত্র জুমার নামাজ শেষে করোনা ভাইরাস, ডেঙ্গু, ভুমিকম্প, ঘূর্ণিঝড়সহ সব ধরণের বালা-মুসিবত থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর রক্ষায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দেশের লাখ লাখ মসজিদে জুম্মার খুৎবায় করোনা ভাইরাস মহামারি থেকে দেশ ও জাতির সুরক্ষা, নিরাপদ ও সতর্ক থাকার বিষয়ে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরেন। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়, হালাল রিজিকের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার পরিস্কার থাকুন। ইসলামের আলোকে করোনা ভাইরাস বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে বলা হয় একে অপরকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন ও সতর্ক করা মুসল্লিদের নৈতিক দায়িত্ব।করোনায় ভয় নয় সর্তক হোন, সরকারি নিয়মনীতি মেনে চলুন এবং করোনা ভাইরাস থেকে মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা আবু জাফর। মোনাজাতে হাজাোর মুসল্লিরা করোনা ভাইরাসের আক্রমণ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে দু’চোখ দিয়ে আতনাতে আহাজারিতে আকাশ বাতাশ ভারি হয়ে উঠেছে।