
কুমিল্লা থেকে পালিয়ে দিনাজপুরে গিয়ে মৃত্যু হয় এক যুবকের তার সর্দি কাশি গলাব্যথা শ্বাসকষ্ট ছিল বলে জানা যায় তিনি সব কিছু গোপন করে, কুমিল্লা থেকে দিনাজপুরের বিরামপুর উপজেলায় আসার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যিনি জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রোববার সকাল ৮টার দিকে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি তার বাড়িতে মারা যান বলে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস সাংবাদিকদের বলেন।
ওই ব্যক্তির বাড়ি বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের তফসি গ্রামে। আইইডিসিআরের নির্দেশে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সিভিল সার্জন বলেন, “ওই ব্যক্তি কুমিল্লায় প্রবাসীদের সান্যিধ্যে ছিলেন। করোনাভাইরাসের কারণে পরিস্থিতি খারাপ দেখে কয়েকদিন আগে তিনি সেখান থেকে পালিয়ে বাড়িতে আসেন। এরপর তার জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্ট শুরু হলে গোপনে গ্রাম্য ডাক্তারের চিকিৎসা নিচ্ছিলেন।গত রোববার সকালে তার মৃত্যুর পর ঘটনাটি প্রকাশ হয়।”
ওই ব্যক্তির রোগের উপসর্গগুলো করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মিল থাকায় আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী তার নমুনা সংগ্রহ এবং দাফনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এছাড়া ওই ব্যক্তির বাড়িসহ আশেপাশে ৩০টি বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।