
ছাতক প্রতিনিধি:
বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে দুর্ভোগে পড়া দুস্থ-অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী খাদ্যসামগ্রী দোলারবাজার ইউনিয়নের কল্যানপুর, বারগোপি, জটি, মর্যাদ্য, পালপুর, রামপুর, মুক্তারপুর, এসব গ্রামে ২শতাধিক মানুষের মধ্যে বিতরন করেন টি এম শাহাবুদ্দিনের পরিবারের লোকজন।
তিনি তাহার পিতা দোলার বাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিশিষ্ট শালিষ ব্যাক্তিত্ব হাজি আরিছ আলি তাহার মাতা মরহুম নেহার বেগমের সেবা মুলক ট্রাষ্ট হাজি আরিচ আলি ও নেহার বেগম স্মৃতিপরিষদ নামে এসব ত্রান সামগ্রী প্রদান করেন বলে জানাযায়।ত্রান সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাল, ২কেজি মসুর ডাল, ২কেজি আলু, ২কেজি পেয়াজ,১লিটার সয়াবিন তেল, ১কেজি লবন,১টি করে সাবান। এসব ত্রান সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন আওমিলীগ নেতা আব্দুল আলিম মেম্বার, এডভোকেট মাহি, জাহাঙ্গীর আলম,নুরল আলম, জসিম উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।