নিউজ ডেস্কঃ
করোনা ভাইরাস মোকাবেলায় চট্টগ্রামের সব ধরনের দোকানপাট সন্ধ্যা সাতটার পর থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিএমপি কমিশনার, তবে শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া বাকি সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় লকডাউন বাস্তবায়নে চট্টগ্রামে সন্ধ্যার ৭ টার পর থেকে সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।
রোবিবার রাতে এক বিজ্ঞপ্তিতে সিএমপি কমিশনার মাহবুবর রহমান এ নির্দেশ দেন। আজ সোমবার(৬এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় মালামালের দোকানগুলো সকাল থেকে খোলা রেখে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। শুধু ওষুধের দোকান সন্ধ্যার ৭টার পর খোলা রাখা যাবে। যদি কেউ এই আদেশ অমান্য করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি