বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে যেন যুদ্ধ করছে সারা পৃথিবীর মানুষ কিন্তু এমন এক সময় চট্টগ্রাম নগরীতে বিভিন্ন স্থানে করনা ভাইরাসের রোগী পাওয়া যায়, কয়েকটি স্থানে লকডাউন করে দিয়েছেন সেনাবাহিনী এবার, মিলাদ মাহফিল বন্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।করোনাভাইরাসের বিস্তার রোধে যেখানে মসজিদে মুসল্লিদের যাওয়া বন্ধ করেছে সরকার, সেখানে চট্টগ্রামে দুটি স্থানে মিলাদ মাহফিলের আয়োজন চলছিল।খবর শুনে মঙ্গলবার বন্দর নগরীর আতুরার ডিপো এবং মনসুরাবাদ এলাকায় এই দুটি মিলাদের আয়োজন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।এরমধ্যে আতুরার ডিপো এলাকার জাঙ্গালপাড়া জামিয়া মসজিদে করোনাভাইরাস থেকে ‘মুক্তি পাওয়ার’ জন্য এলাকাবাসী মিলাদ মাহফিলের আয়োজন করেছিল।
ওই মাহফিলের খবর সোমবার রাতে পেয়েই জেলা প্রশাসক তা বন্ধ করার নির্দেশ দেন। সকালে নির্বাহী হাকিম গিয়ে মসজিদ কমিটির সভাপতিসহ স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মাহফিল বন্ধ করতে তাদের রাজি করান।মঙ্গলবার বিকেলে নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় খাজা মনছুর আলী (রা.) মাজারে আরেকটি মিলাদ মাহফিল বন্ধ করে জেলা প্রশাসন। সেখানে মানুষ জড়োও হয়েছিল মিলাদে। প্রশাসনের উপস্থিতি দেখে মাজার কমিটি মিলাদ মাহফিল আর করেনি। তখন জড়ো হওয়া লোকজনও চলে যায়।