মোঃ বাকি বিল্লাহ্ চৌধুরী :এবিটিভি
মহামারী করোনা ভাইরাসের ছোবলে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা লাশের দাফন কাফনের ব্যবস্থা করার আত্মপ্রকাশ করেছেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের উকিল বাড়ির মৌলানা আব্দুল মান্নান খাকীর ছেলে আব্দুল্লাহ মোহাম্মদ সায়েম। তিনি আজ বুধবার রাত আটটার সময় ব্যক্তিগত ফেসবুক আইডিতে (Md Sayem) এ আত্মপ্রকাশ করেন।এ বিষয়ে মুঠোফোনে সায়েমের সাথে যোগাযোগ করা হলে এবিটিভি কে বলেন, জ্বি আমি ফেসবুক পোষ্ট করেছিলাম এটা সত্য এ ধরনের উদ্যোগ নেওয়ার কারণ কি জানতে চাইলে সায়েম বলেন, মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের সংস্পর্শে ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে মানুষের এমন ধারণার জন্য আশেপাশে কেউ তো যায় না বটে
কবর দেওয়া দাফন-কাফন গোসল করা এসব করতে ও ভয় পাই। কিন্তু আমি মনে করি একজন মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার শরীরের কোন ভাইরাসের প্রভাব বিস্তার করতে পারে না। আমি একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে আল্লাহর ওয়াস্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে হায়াত মউত আল্লাহর হাতে নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই।এমনও হতে পারে এই যে আমি আপনার সাথে মোবাইলে কথা বলতেছি এই অবস্থায় ঢলে পড়ে গিয়ে মৃত্যুবরণ ও করতে পারি। তাই আমি মৃত্যুর আগে অন্ততপক্ষে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করোনা
https://m.facebook.com/story.php?story_fbid=1552566441591238&id=907933642721191
ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা লাশের দাফন কাফনের ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে ইসলামী ফাউন্ডেশন থেকে আমাকে অনুমতি দিয়েছে।তিনি আরো বলেন, লোকাল থানা থেকে এখন ও অনুমতি পাইনি আগামী কাল সকালেই অনুমতির জন্য যাব যদি লোকাল থানা অনুমতি দেয় থানা পুলিশের সাথে সহযোগিতার মাধ্যমে কাজ করব। চট্টগ্রামের চন্দনাইশ,সাতকানিয়া, পটিয়া, বাঁশখালী, আনোয়ারা এ ৫ থানায় যদি প্রশাসন যাতায়াতের জন্য বাধা প্রদান না করে সহযোগিতা করে তাহলে আমাদের এই মহৎ উদ্যোগ বাস্তবায়ন করতে পারব বলে মনে করি