ডেস্ক নিউজ:- এবিটিভি
করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সাতক্ষীরার সঙ্গে পাশের যশোর ও খুলনা জেলার সব ধরনের যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, সেখানে বলা হয় দেশের কয়েকটি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ায় ওই সকল জেলা লকডাউন ঘোষণার প্রেক্ষিতে সেখানে কর্মরত লোকজন নিজ নিজ জেলায় ফিরতে চেষ্টা করছে।
এরই প্রেক্ষিতে সাতক্ষীরা জেলাকে করোনাভাইরাসের ঝুঁকিমুক্ত রাখতে এই জেলার সঙ্গে পাশের যশোর ও খুলনা জেলার সকল সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।এছাড়া সাতক্ষীরার উপজেলাগুলোতে রোগী, ঔষধ ও নিত্য প্রয়োাজনীয় জিনিসের গাড়ি ছাড়া অন্য সকল যানবাহন ও জনচলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে এবং অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।