
নিউজ ডেস্কঃ
দেশে করোনায়, আরও তিনজনের মৃত্যু এনিয়ে সর্বমোট বাংলাদেশে মৃতের সংখ্যা ৩০ জন, আক্রান্ত সংখ্যা ৪৮২ জন, প্রতিদিনের মত করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী দেশের করোনা পরিস্থিতি তুলে ধরেন এসময় তিনি নারায়ণগঞ্জকে এবং ঢাকা মিরপুরে কয়েকটি জায়গাকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন এবং দেশে করোনাভাইরাস এ তিনজনের মৃত্যু হয়েছে সেটিও তিনি ব্রিফিংয়ে বলেন এসময় তিনি জনগণকে সতর্ক থাকতে বলেন করোনা সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে এবং বাইরে গেলে মাক্স পড়তে হবে বলে জানান। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় দেশের মানুষকে ঘরে থাকতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
এই নিয়ে বাংলাদেশ সর্বমোট সংক্রমনের সংখ্যা ৪৮২ জনে দাঁড়িয়েছে নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ জন সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৮২ জন এবং গত ২৪ ঘন্টায় ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৮ জনের মধ্যে পুরুষ রয়েছে ৪৮ জন এবং নারী রয়েছে ১০ জন এরমধ্যে ঢাকায় ১৪ জন এবং নারায়ণগঞ্জে ৮ জন নারায়ণগঞ্জ- মিরপুর ও বাসাবাড়িতে আক্রান্তের সংখ্যা বেশি বলে জানা যায়।