নিউজ ডেস্কঃ
আজ রবিবার ১২ এপ্রিল সকাল ১০:৩০ মিনিটের সময়, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন। বাগেরহাট জেলা ঝালকাঠি ঝিনাইদহ কুষ্টিয়া নড়াইল সাতক্ষীরা মেহেরপুর এসব জায়গায় জনপ্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্স শুরু হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী করোনাভাইরাস এর পরিস্থিতি নিয়ে কথা বলেন দেশবাসীকে তিনি আহ্বান জানান ঘরের বাহিরে না যেতে এবং জরুরি প্রয়োজনে বের হলে মাস্ক পরা হ্যান্ডসেটের দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে নিতে আহ্বান জানান এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশে প্রচুর পরিমাণ খাদ্য মজুদ আছে, যারা কৃষিকাজ করে তাদেরকে ৫% সুদে কৃষিখাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এসময় কৃষিখাতে যারা কাজ করে তাদেরকে উৎপাদন বৃদ্ধি করার জন্য অনুরোধ জানানো হয়।