মোঃ তাজুল ইসলাম মিয়াজীঃ
ওমানে মহামারি করোনায় প্রথম এক বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তির নাম মমিনুল ইসলাম (৫০) মৃত্যু মমিনুলের বাড়ী নরসিংদী জেলায়। সে দীর্ঘদিন যাবত ওমানের মাতরাহ শহরে এক বাংলাদেশী মালিকানাধীন কোম্পানিতে চাকরি করতেন। সে মাস্কাটের এপোলো হসপিটালে মারা যায়। হসপিটালের মৃত্যু সনদে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এমনটাই সন্দেহ করা হচ্ছে এমন রিপোর্ট লিখা হয়েছে। ওমানে পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ৬২ জন করোনা রোগী সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ওমানে মোট ৫৪৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
ওমানে মহামারী করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু দুইজন ওমানি নাগরিক এবং দুইজন প্রবাসী। ওমানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, সর্বমোট ১০৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন এবং ওমানে শুক্রবার (১০-এপ্রিল) থেকে সম্পূর্ণ বিনামূল্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে করোনা পরীক্ষা। এই পরীক্ষা করতে কোনো আইডি কার্ড অথবা ওমানের পতাকার প্রয়োজন নেই। অবৈধ প্রবাসীরাও সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষা করাতে পারবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই চীন থেকে চিকিৎসা সামগ্রী নিয়ে ৫টি ফ্লাইট ওমানে এসেছে এবং আরও ৮টি ফ্লাইট খুব শীঘ্রই আসবে। মন্ত্রী বলেন, ওমানের বেশীরভাগ আক্রান্ত রোগী মাতরাহ, সিব এবং বৌশার অঞ্চলের। ওমানে মহামারী করোনাভাইরাসে নতুন আক্রান্তদের অধিকাংশই প্রবাসী বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আহমেদ আল সাইদী।