গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা
সোমবার শেষ বেলায় গলাচিপায় ৩বস্তা সরকারী চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোহন মাঝির বাড়ির পুকুর পাড় থেকে চাল উদ্ধার করা হয়। এ সময় ইউপি সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি। এছাড়া ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ নূরুল ইসলামের বাসায় সরকারী কিছু চাল পাওয়ায় তাকে ১মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ রফিকুল ইসলাম।
এদিকে, সকালবেলা উপজেলা সদর থেকে সরকারী চাল গাড়িতে যাওয়ার সময় রতনদী(ইটবাড়িয়া) এলাকায় আটক করে স্থানীয় জনতা। তাৎক্ষনিকভাবে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাদি জনগনকে ভুল ব্যাখ্যা দিয়ে চাল ছাড় করিয়ে দেন। এ সূত্র ধরেই উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বিকেলে অভিযান চালায়।
এ ঘটনায় গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, চাল উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।