আবু রাশেদ চৌধুরীঃ
করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মোঃ আসিফ হোসেন সিফাত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করে সবাইকে সচেতন করছেন। এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তিনি এলাকার আলি গোলিতে জনসচেতন করছেন বলে জানা গেছে।
চট্টগ্রাম মহানগর এর ৪/৬ নং ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায় মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করা হয়েছে। এ সময় চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মোঃ আসিফ হোসেন সিফাত, আজনা বাংলাদেশ কে বলেন, সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হোন। নোভেল-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত মানে মৃত্যু নয়। সচেতন হোন। আশে পাশের সবাইকে সচেতন হতে সহায়তা করুন। জনসমাগম এড়িয়ে চলুন, হ্যান্ডসিপ ও কোলাকুলি হতে বিরত থাকুন।
অকারণে বাড়ির বাহিরে যাতায়াত বন্ধ রাখুন। অতি প্রয়োজনে বাহিরে যেতে হলে মাস্ক ব্যবহার করুন। ঘনঘন ভালো করে সাবান বা হ্যান্ডওয়াস দিয়ে হাত ধুয়ে নিন। পরিস্কার পরিছন্ন থাকুন। করোনার লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হন। সরকার কতৃক নির্ধারিত হট লাইনে যোগাযোগ করুন। সর্বোপরী সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন।
এই সময় পাশে থাকা চান্দগাঁও থানা যুবলীগ নেতা মোঃ সোহেল থেকে জানতে চাইলে। তিনি বলেন, ঘরে থাকুন। যিনি সব মুসকিল আসানের মালিক, তাঁর কাছে খাস দিলে দুহাত তুলে নিজের জন্য, পরিবারের জন্য, দেশ আর দশের জন্য দোয়া করুন; তাঁর সন্তুষ্টি, রহমত, অনুকম্পা লাভের চেষ্টা করুন। পরিচ্ছন্নতা, সচেতনতা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতায় দ্রুতই আমরা এই সংকট কাটিয়ে উঠবো, ইনশাআল্লাহ।