ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে ভূঞাপুরে করোনায় মোট আক্রান্তত হলেন চারজন। সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,মঙ্গলবার সকালে ভূঞাপুর থেকে ১৫ জনের নমুনা পাঠানো হলে একজনের রিপোর্ট পজিটিভ আসে।
যে আক্রান্ত হয়েছে সে আগের আক্রান্তদের সাথে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসেছিলেন।আক্রান্ত ব্যক্তি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের। উল্লেখ্য, এর আগে ভূঞাপুর উপজেলায় জিগাতলা গ্রামে ২ জন ও সাফলকুড়া গ্রামে ১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ায় দুই গ্রাম এমনিই লকডাউন হয়ে আছে।ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।