আর্ন্তজাতিক ডেস্কঃ
করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্র আমেরিকায় লকডাউন এ থাকা সকল নাগরিকদের অনুদানের চেক ছাপানো হবে ডোনাল্ড ট্রাম্পের নামে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারীতে অর্থকষ্টে পড়া লাখ লাখ আমেরিকানকে পাঠানোর জন্য প্রস্তুত ‘চেক’ এ নাম থাকবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের। দেশটিতে এই প্রথম কেন্দ্রীয় সরকারের কোনো হ্যান্ডআউটে প্রেসিডেন্টের নাম থাকতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয়ের এক কর্মকর্তা এনবিসি নিউজ কে বলেছেন, ট্রাম্পের স্বাক্ষর নয় বরং তার নাম ছাপানো হবে। চেকগুলোতে ছাপার অক্ষরে লেখা থাকবে “প্রেসিডেন্ট ডনাল্ড জে. ট্রাম্প।”
যুক্তরাষ্ট্রের কংগ্রেস গত মাসে করোনাভাইরাসের এই সংকটকালে ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের রিলিফ প্যাকেজ অনুমোদন করেছে। এর আওতায়ই মার্কিনিদের ১২শ’ ডলারের চেক দেওয়া হবে। শিশুদের জন্য থাকবে বাড়তি কিছু অর্থ।
চেকের ‘ইকোনোমিক ইমপ্যাক্ট পেমেন্ট’ লেখা মেমো লাইনের নিচেই থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। আগামী সপ্তাহে চেকগুলো পাঠানো হতে পারে, বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রণালয়। কিন্তু চেক এ প্রেসিডেন্টের নাম ছাপানোর প্রক্রিয়ার কারণে চেকগুলো পাঠাতে কয়েকদিন দেরী হয়ে যেতে পারে বলে প্রশ্ন উঠেছে। তবে এমন আশঙ্কা নাকচ করেছেন অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে কেবল গত মাসেই ১ কোটি ৬০ লাখ মার্কিনি চাকরি হারিয়েছেন।
অর্থমন্ত্রণালয় জানিয়েছেন, বুধবার ৮ কোটির বেশি মার্কিনির ব্যাংক একাউন্টে সরাসরি ১২০০ ডলার পাঠানো হবে। আর যারা ব্যাংক সংক্রান্ত তথ্য দেননি তাদেরকে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম ছাপানো চেক পাঠানো হবে। “এটি একেবারেই নজিরবিহীন”, দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকায় মন্তব্য করেছেন ‘ইন্টারনাল রেভিনিউ সার্ভিস’ এর সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
সমালোচকরা বলছেন, ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভা্বেই এটি করছেন। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টায় তিনি মার্কিনিদেরকে দেওয়া এই অর্থসাহায্যর মাধ্যমে নিজের সুনাম কুড়াতে চাইছেন
বলে মন্তব্য করেছেন অনেকে।