নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের কারণে বাংলাদেশে লকডাউন এর সময় ২০ দিনের মত এই দিনগুলোতে সাধারণ খেটে খাওয়া মানুষের দুর্ভোগের যেন শেষ নেই বিভিন্ন জেলা-উপজেলায় জনপ্রতিনিধিদের পাঠানো ত্রাণ দিচ্ছে ভোটার আইডি কার্ড চেক করে করে এবার প্রধানমন্ত্রী বলে দিলেন কে কোন দল করে সেটা দেখার বিষয় নয় সবাই বাংলাদেশের নাগরিক সবাইকে ত্রাণ এবং আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। এসময় তিনি বলেন, কে কোন দল করে, এই সঙ্কটকালে তা না দেখে ত্রাণ বিতরণের কাজটি করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে কোনো অনিয়ম দেখলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এই হুঁশিয়ারি দেন তিনি। বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা কোভিড-১৯ রোগে বিস্তার দেশে ঠেকাতে লকডাউনের মধ্যে দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। তা যেন সুষ্ঠুভাবে হয়, সরকারি কর্মকর্তাদের তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ভিডিও কনফারেন্সে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আমি এ ব্যাপারে স্পষ্টভাবে সুনির্দিষ্ট করে বলতে চাই, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করি জনগণের জন্য। “কে কোন দল করল, কে কার পক্ষে, কে আমার পক্ষে না, কে আমার ভোটার, কে আমার ভোটার না, সেটা দেখার দরকার নাই। যার অবস্থা খারাপ, দুস্থ, যার ঘরে খাবার নেই, তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে।”
শেখ হাসিনা বলেন, “ইতোমধ্যে নির্দেশ চলে গেছে যাতে করে সঠিক নামটা আসে। নইলে অনেক সময় দেখা গেল যে নির্বাচিত প্রতিনিধি তারা তাদের কয়েকজন বাছা লোক দিল, কমিশনার তাদের ভোটারদের দিল, কেউ বাদ পড়ল। এই বাদটা যেন না পড়ে।” এই সঙ্কটে খাবার সঙ্কটে একটি মানুষও যেন কষ্ট না পায়, সে দিকে কঠোর দৃষ্টি রাখতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।প্রকৃত অসহায় মানুষকে খুঁজে পেতে স্থানীয়দের সম্পৃক্ত করতেও প্রশাসনের কর্মকর্তাদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
এক্ষেত্রে কোন দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মানুষের কষ্ট লাঘবে আমরা সাহায্য দিচ্ছি। এই সাহায্যে কেউ থাবা দিক, আমরা চাই না। এ রকম কোন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি। এক্ষেত্রে কোন দুর্নীতি বা অনিয়ম হলে সেটা আমরা কিন্তু কখনও বরদাশত করব না।” এপ্রসঙ্গ তিনি বলেন, “ব্যবস্থা নিতে গিয়ে কোথাও কোথাও আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় দেখা যায় কিছু কিছু আশে পাশের লোক, তারাই ষড়যন্ত্র করে একজন আরেকজনকে ফাঁসিয়ে দেয়। তদন্ত করতে গেলে দেখা যায় সেখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সেই রকমও অবস্থাও আছে “ দুর্যোগের এই সময়ে কেউ কারও পেছনে এভাবে না লেগে প্রত্যেকে প্রত্যেককে সাহায্য করার আহ্বানও জানান শেখ হাসিনা।