মোসলেম উদ্দিন:
সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার পরেও এপ্রিলের ১৬ দিন পেরিয়ে গেলেও মালিকরা মার্চ মাসের বেতন পরিশোধ না করায় চট্টগ্রামের চান্দগাঁও মোহরা শিল্প এলাকার “বেইজ টেক্সটাইল লিমিটেড” নামক পোশাক কারখানার ২ শতাধিক শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ করছে। বেতন ছাড়াও জোরপূর্বক এবং কৌশলে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগও করেন শ্রমিকরা। ঘটনাস্থলে উপস্থিত শিল্পাঞ্চল পুলিশ পরিদর্শক জহির জানান, মালিক পক্ষের সাথে আলাপ হয়েছে কোন শ্রমিক ছাঁটাই করা হবেনা মর্মে নিশ্চয়তা প্রদান করেছেন।
যারা আজকে বেতন পাননি তারা আগামী ২০ই এপ্রিল বেতন পাবেন এবং যাদের নিকট থেকে পরিচয়পত্র জমা নেওয়া হয়েছে তাদেরকে সেটা আজকে ফেরত প্রদান করা হবে। শেলী আক্তার নামের একজন শ্রমিক বলেন, বেতন দেওয়ার পর মালিকপক্ষ কৌশলে চাকুরির অব্যাহতিপত্রে স্বাক্ষর করিয়ে নিচ্ছেন। অন্য সময় বেতন দিলে স্বাক্ষর নেওয়া হতো ২টা, আজকে আলাদা একটি ফরমে আরো ২টাসহ মোট ৪টি স্বাক্ষর নেওয়া হচ্ছে। মালিকপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও গেট বন্ধ থাকার কারণে সম্ভব হয়নি।
মহামারী করোনা ঠেকাতে সরকার ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। বেশিরভাগ তৈরি পোশাকের কারখানাও এখন বন্ধ রয়েছে। এরই মধ্যে কারখানার শ্রমিকদের বেতনের জন্য সরকার ৫ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে মালিকদের। ১৬ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধ না করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও মালিকদের হুঁশিয়ার করা হয়েছে। কিন্তু তারপরও অনেক কারাখানায় শ্রমিকদের হয়রানি করার অভিযোগ রয়েছে।