নিউজ ডেস্কঃ
চাঁদপুরে প্রথম শনাক্ত হওয়া কোভিড-১৯ করোনাভাইরাসের রোগী হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৩২ বছর বয়সী এই ব্যক্তি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে মতলব উত্তরে ফিরে এসেছেন বলে জানিয়েছেন চাঁদপুরের সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ। সিভিল সার্জন মোঃ সাখাওয়াত উল্লহ বলেন, এই ব্যক্তির বাড়ি রংপুর। মতলব উত্তরে তার শ্বশুরবাড়ি। তিনি নারায়ণগঞ্জে পোশাক কারখানায় চাকরি করতেন। গত ৫ এপ্রিল তিনি জ্বর নিয়ে শ্বশুরবাড়ি চলে আসেন। সন্দেহভাজন কোভিড-১৯ রোগী হিসেবে ৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে পজেটিভ আসে।
ওই দিনই তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। ১২ এপ্রিল তাকে ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সিভিল সার্জন বলেন, কুর্মিটোলা হাসপাতালে সপ্তাহ খানেক চিকিৎসা শেষে সুস্থ হলে গত শুক্রবার তার আবার পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় নেগেটিভ আসে। তিনি কোভিড-১৯ থেকে মুক্ত হয়েছেন। ওই দিনই সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়ে দেয়। গতকাল শনিবার তিনি আবার মতলব উত্তর উপজেলায় শ্বশুরবাড়িতে ফিরে আসেন।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুশরাত হাহান মিথেন বলেন, “চাঁদপুরে শনাক্ত হওয়া প্রথম কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে ফিরেছেন বলে জানতে পেরেছি। তিনি এখন তার শ্বশুরবাড়িতে আছেন।” চাঁদপুরে মোট ১০ জন কোভিড-১৯ করোনার রোগী শনাক্ত হয়েছেন এবং তাদের মধ্যে একজন মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।