নিউজ ডেস্কঃ
টাঙ্গাইলের সখীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তা চাউল উদ্ধার করেছে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের দুটি বাড়ি থেকে চাউলগুলো উদ্ধার হয়েছে।
অভিযানের খবর পেয়ে খাদ্যবান্ধব কর্মসূচির স্থানীয় পরিবেশক (ডিলার) এস এম ইব্রাহীম হোসেন পালিয়ে যায়। তিনি বহুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। তবে পুলিশ সংশ্লিষ্ট দুই বাড়ির মালিক মোহাম্মদ হাসেন মিয়া (২৭) ও ঠান্ডু মিয়াকে (৪৫) কে আটক করেছে। তাঁরা ডিবি পুলিশের হেফাজতে আছেন বলে জানা যায়। টাঙ্গাইল জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত আজ বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিকদের।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সূত্রের মাধ্যমে খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাতে চতলবাইদ গ্রামে অভিযান চালায় তারা। এ সময় মো. হাসেন মিয়ার বাড়ি থেকে ৭ বস্তা ও ঠান্ডু মিয়ার বাড়ি থেকে ৫ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাউল নিম্ন আয়ের মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ হয়েছিল। ঘটনার সময় ডিলার ইব্রাহীম বাড়ি থেকে পালিয়ে যায়।পরে ডিবি পুলিশ চাউল মজুতে ব্যবহৃত দুই বাড়ির মালিককে আটক করে। তাঁরা ওই ডিলারের সহযোগী বলে গ্রামবাসী সূত্রে জানা যায়।
বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ডিলার ইব্রাহীমের চাউল বিক্রয়কেন্দ্র হচ্ছে ভাতকুড়া বাজার। আটক হওয়া মো. হাসান ভাতকুড়া গ্রামের মো. দারোগ আলীর ও ঠান্ডু একই গ্রামের মৃত দাগু মিয়ার ছেলে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম আজ বুধবার দুপুরে বলেন, ‘খবর পেয়ে আমাদের কার্যালয়ের একজন পরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি তদন্ত করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানান।’