সাইফুদ্দিন রমিজ:এবিটিভি
করোনাভাইরাসের ছুবলে পাল্টে গেছে গোটা পৃথিবীর স্বাভাবিক চিত্র। বন্ধ হয়ে গেছে সরকারি-বেসরকারি অফিস-আদালত, স্কুল-কলেজ, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, বিমান চলাচল ও গণপরিবহনসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান।লাশের মিছিলে যোগ হচ্ছেন হাজার হাজার মানুষ। প্রতিনিয়ত আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বেড়ে চলছে, তেমনি কর্মহীন হয়ে হতাশাগ্রস্ত জীবন-যাপন করছে ঘরবন্দী কোটি কোটি মানুষ। বাংলাদেশে প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঘটেছে। মৃত্যুর সংখ্যা শতাধিক, আক্রান্ত অনেক হয়েছেন। করোনার প্রার্দুভাব ঠেকাতে সরকারের পক্ষ থেকে সারাদেশকে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
এ অবস্থায় ২৫নং রামপুর ওয়ার্ড এর কর্মহীন দুঃস্থ, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। মাননীয় শিক্ষা উপমন্ত্রী মন্ত্রী বলেনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ চট্টগ্রামে আরো দুটি টেস্টিং সেন্টার চালু হয়েছে। একটি হচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও অপরটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
২৫ নং রামপুর ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সবুর লিটন বলেন:-দুঃস্থ, অসহায় ও নিম্ন আয়ের বেকার হয়ে পড়া মানুষের মাঝে প্রাথমিকভাবে আট হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে পরবর্তীতে আরও বিশ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করব। এসময় দশটি ট্রাকে করে এই ত্রাণসামগ্রী সবার ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়।
সবুজবাগ, বি ব্লক, সুন্দরী পাড়া, নতুন বাজার, বৃন্দাপন স্কুল, ধোয়া পাড়া, ফকির গলি, আমতল, কে তোরা মসজিদগলি, খাজা হোটেল, বউবাজার গলি, হাসান শাহ মাজার গলি, চৌধুরী বাড়ি, ইয়াকুব আলী স্কুল গলি, বড় পুকুর পাড়, আব্দুল কাদের কেরানি রোড, সোনা মজার গলি, আব্দুল মোতালেব রোড, বরফ কল, ঈদগা, মুন্সিপাড়া,২৫ নং রামপুর ওয়ার্ড এর সর্বস্তরে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, লবণ, পেঁয়াজ, আলু, চিনি, সাবান ও নগদ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দেলোয়ার হোসেন খোকা, আবুল কাশেম, দিলদার খান দিলু, মাহবুবুল হক আজাদ প্রমূখ