নিউজ ডেস্কঃ
রাজধানীর গুলিস্তানে পাকা রাস্তায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে, চালক ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক রাজধানীর গুলিস্তানের সড়কদ্বীপে উঠে উল্টে গেয়েছে। আজ শুক্রবার ভোর রাতে জিরো পয়েন্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, ট্রাকটি বঙ্গবন্ধু এভিনিউ ধরে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। এসময় সড়কদ্বীপে উপর উঠে কাৎ হয়ে পড়ে যায়। সিমেন্টের বস্তাভরা ট্রাকটিতে যারা ছিল কেউ আহত হয়নি বলে জানিয়েছেন তিনি, চালক সম্ভবত চারখ তন্দ্রাচ্ছন্ন থাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এলাকায় কেউ কেউ ধারণা করছেন চালকের চোখে ভোরের বেলায় ঘুম ছিল বলে জানা যায় চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর সময় এ দুর্ঘটনা হয়েছে বলে কেউ কেউ বলেছেন।