নিউজ ডেস্কঃ
ভয়াবহ করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া আরও ১৫৬ জন ব্রিটিশ নাগরিক দেশের রাজধানী ঢাকা ছেড়েছেন গতকাল বৃহস্পতিবারে করোনা পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া আরও ১৫৬ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারের একটি ফ্লাইটে করে তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এর আগে সকাল ১১টা ২০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় আসেন।
এর আগে গত ২১ এপ্রিলে প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেটে থেকে আরো ১৫৬ জন যাত্রী যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছিন। আজকের পর যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে তৃতীয় এবং চতুর্থ ফ্লাইটি যথাক্রমে ২৫ এবং ২৬ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসব ব্রিটিশ নাগরিক বাংলাদেশ করোনাভাইরাস পরিস্থিতি শুরু হওয়ার আগে তারা বাংলাদেশে আগমন করেছিলেন করোনাভাইরাস ভয়াবহতা দেখে তারা এতো দিন ফিরতে পারেননি ব্রিটিশ নাগরিকদের বিশেষ নিরাপত্তায় এয়ারলাইন্সটি যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে