নিউজ ডেস্কঃ
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া করোনাভাইরাস ‘পজেটিভ’ আসা এক নারীকে উদ্ধার করে আইসোলেশনে রাখা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে উদ্ধার করে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ওই করোনা আক্রান্ত নারী হাসপাতাল থেকে পালিয়ে যায়। জানা যায়, গত বুধবার সিলেট শহরতলীর বিমানবন্দর থানার রঙ্গিটিলার এক নারী ওসমানী হাসপাতালে এক সন্তাণনের জন্ম দেন। ওই নারীর মধ্যে করোনার উপসর্গ থাকায় তাকে হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে স্পেশাল চাইল্ড কেয়ার ইউনিটে রাখা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুটি মারা যান। রাতে রিপোর্ট আসে ওই নারীর করোনা পজেটিভ। এরপর থেকে তাকে আর হাসপাতালে খুঁজে পাওয়া যায়নি। এই মহিলা করোনাভাইরাস পজেটিভ আশায় বসে হাসপাতাল থেকে পালিয়ে যান পরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান জানান, আজ শুক্রবার সকালে বাড়ি থেকে ওই নারীকে এনে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো আছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা।