
নিউজ ডেস্কঃ
এবার ভয়াবহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গোপালগঞ্জের চিকিৎসক ও নার্স, গোপালগঞ্জের মুকসদুপুরে চিকিৎসক ও কোটালীপাড়ায় নার্সের করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। জেলার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, গতকাল শুক্রবার রাতে তিনি তাদের পরীক্ষার প্রতিবেদন পেয়েছেন। কোভিড-১৯ পরীক্ষায় ২ জনেরই পজিটিভি এসেছে। তারা হলেন মুকসদুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২৭ বছর বয়সী এক চিকিৎসক আর কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৭ বছর বয়সী একজন জ্যেষ্ঠ স্টাফ নার্স, তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে দায়িত্বরত ছিলেন। সিভিল সার্জন জানান, এ চিকিৎসক ওই নার্স চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নার্সের বাড়ি ও চিকিৎসকের কোয়ার্টার অবরুদ্ধ করা হয়েছে। তারা তাদের বাসায় রয়েছেন। এ নিয়ে এ জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছেন,বলে জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে ৭ পুলিশ সদস্যসহ ৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গোপালগঞ্জে আক্রান্তদের মধ্যে ১ জন চিকিৎসক, ১ জন নার্স আর ১৭ জন পুলিশ সদস্য রয়েছেন। চিকিৎসক ও নার্স ছাড়া অন্যদের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।