নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস দিনদিন ভয়াবহতায় রূপ নিচ্ছে সারা পৃথিবীতে দু লক্ষের কাছাকাছি এই ভয়াবহ মহামারীতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ ও তার বাইরে নয় এবার রাজধানী ঢাকা থেকে শরীয়তপুরে এসে করোনাভাইরাস পজেটিভ হল তিনজনের। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আরও তিনজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে; যারা ঢাকা থেকে ফিরেছেন। তাদের কারও উপসর্গ দেখা যায়নি। নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম রাজিব জানান, শুত্রবার রাতে তারা এই তিনজনের কোভিড-১৯ শনাক্ত হওয়ার প্রতিবেদন পেয়েছেন। ৩৮ থেকে ৫৬ বছর বয়সী এই তিন ব্যক্তির বাড়ি উপজেলার ভুমখাড়া এলাকায়।
স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শফিকুল গণমাধ্যমকে জানান, এই তিন ব্যক্তি সপ্তাহ খানেক আগে ঢাকা থেকে এসেছেন। তারা ঢাকার বাবুবাজার ও মৌলভীবাজারে চালের আড়তে কাজ করতেন। খবর পেয়ে নড়িয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ ২১ এপ্রিল তাদের বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকতে বলে। একই সঙ্গে তারা তাদের সঙ্গে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। স্বাস্থ্য কর্মকর্তা বলেন, তাদের এখনও কোনো উপসর্গ দেখা দেয়নি। ঢাকা থেকে আসায় তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়।
পজিটিভ আসায় তদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে নড়িয়া উপজেলায় মোট পাঁচজনের কোভিড-১৯ শনাক্ত হল। আক্রান্তদের বাড়ি ও তাদের আশপাশের বাড়িগুলো অবরুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি এ সময় আরও বলেন আক্রান্তদের আশেপাশের এলাকায় ব্যাপক নজরদারিতে রাখা হয়েছে এবং আক্রান্তদের হুম করে নেওয়া হয়েছে।