বিনোদন ডেস্কঃ
বিশ্বব্যাপী করোনাভাইরাসে পৃথিবীর সবকিছু স্তব্ধ করে দিয়েছে, সুখ-দুঃখ কান্না-হাসি দিয়ে যারা সারা বছর আমাদেরকে বিনোদন দিয়ে যায় তারাও আজ ঘরে বন্দি, এমনতো অবস্থায় চিত্র জগতের জনপ্রিয় নায়িকা নিপুণ এফডিসিতে কর্মরত ও মসজিদ-মাদ্রাসায় সব সময় যারা দোয়া পাঠ করছেন তাদের জন্য ইফতারি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন এফডিসিতে। চলচ্চিত্রের আঁতুর ঘর খ্যাত এফডিসিতে লাইট, ক্যামেরার ঝলকানি নেই। পরিচালকের কণ্ঠেও উচ্চারিত হয় না ‘অ্যাকশন-কাট’। এফডিসি এখন নীরব, নিস্তব্ধ।
নিচ্ছেনা এই অবস্থায় কেউ কারো খোঁজ এমনতো অবস্থায় চিত্রনায়িকা নিপুণ নিজের হাতে ইফতারি বানিয়ে এফডিসিতে পাঠাচ্ছেন এফডিসির মসজিদে নিয়মিত কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়া করা হচ্ছে। নিরাপত্তাকর্মীরাও এফডিসি পাহারা দিয়ে যাচ্ছেন। এ পরিস্থিতিতে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করছেন চিত্রনায়িকা নিপুণ। প্রথম রমজান থেকে কাজটি করছেন। পুরো রমজান মাস করে যাবেন বলে জানিয়েছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা নিপুণ।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খাঁন এ বিষয়ে বলেন, ‘ চিত্রনায়িকা নিপুণ আপা এরই মধ্যে শিল্পী সমিতির মাধ্যমে অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। এখন প্রতিদিন এফডিসিতে থাকা মানুষদের জন্য ইফতার পাঠাচ্ছেন।’ এফডিসির সকল অফিস অনেক আগে থেকেই বন্ধ করা হয়েছে। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি ছুটি ৫ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। স্বাভাবিক কারণে এফডিসিতে সব কার্যক্রম এখন বন্ধ। নিপুণ আপার এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই সাধুবাদ জানাই।