নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাপী ভয়াবহ করোনাভাইরাস বাংলাদেশ থেকে কেড়ে নিল ১৪৫ জনের প্রাণ এরমধ্যে রয়েছে শিশুসহ বাংলাদেশে সর্বমোট প্রাণহানির সংখ্যা ১৪৫ জনে প্রাণঘাতী এ করোনায় গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ থেকে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকায় রয়েছেন ৪ জন ঢাকার বাইরে ১ জন, এবং নতুন করে ৪১৮ জনকে শনাক্ত করা হয়েছে মহামারী এ করোনাভাইরাসে, বাংলাদেশে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫,৪১৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ৯ জন,বাংলাদেশের মোট সুস্থ হয়েছে ১২২ জন। গত ২৪ ঘন্টার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে নাসিমা আক্তার এসব তথ্য দিয়েছেন গণমাধ্যমে।